মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ইসরায়েলের কড়া সমালোচনা করলেন সৌদি যুবরাজ

ইসরায়েলের কড়া সমালোচনা করলেন সৌদি যুবরাজ

বাহরাইন সিকিউরিটি সামিটে গিয়ে ইসরায়েলের সমালোচনায় মুখর হলেন সৌদি যুবরাজ তুর্কি বিন ফয়সাল আল সৌদ। সেখানেই তিনি বললেন, ‘ইসরায়েল নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। একই সঙ্গে ফিলিস্তিনের বাস্তব ছবিটা হলো, তারা একটি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির অধীনে আছে। ইসরায়েল তুচ্ছাতিতুচ্ছ কারণ দেখিয়ে ফিলিস্তিনিদের কনসেনট্রেশন ক্যাম্পে পাঠিয়ে অত্যাচার করছে। ছেলে-বুড়ো, নারী-পুরুষ কেউই ন্যায়বিচার পাচ্ছেন না। ইসরায়েল ইচ্ছেমতো ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করছে, যাকে খুশি মেরে ফেলেছে।’ স্পষ্টভাষায় তিনি বলেন, যতক্ষণ স্বাধীন ফিলিস্তিন না হচ্ছে, ততক্ষণ ইসরায়েল যেন আরব দুনিয়ার আর কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে। তিনি যখন এ কথা বলছেন, তখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে ছিলেন।

সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার জন্য বাহারাইন ও আমিরাতের প্রতিনিধিদের ইসরায়েল তাদের দেশে ধুমধাম করে স্বাগত জানিয়েছে।

সর্বশেষ খবর