মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
গুগলে সমস্যা

হঠাৎ বন্ধ ইউটিউব জি-মেইল

হঠাৎ করেই গতকাল গোটা বিশ্বের মানুষ ইউটিউব ও জি-মেইল ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। প্রথমে সবাই নিজেদের সার্ভারে সমস্যা বলে মনে করে। কিন্তু পরে জানা যায়, এই সমস্যা গোটা বিশ্বেই। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুরের দিকে যুক্তরাজ্যে গুগলের সাইটগুলোতে ঢুকতে চাইলে ‘এরর’ লেখা দেখাচ্ছে। একই ধরনের সমস্যায় পড়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের লোক। জি-মেইল, গুগল ড্রাইভ, অ্যান্ড্রয়েড প্লে-স্টোর, গুগল ম্যাপসসহ আরও অনেক অ্যাপ্লিকেশন ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। অবশ্য ঘণ্টাদুয়েক পর তা ঠিক হয়ে যায়।

সর্বশেষ খবর