সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

উত্তেজনার মধ্যেই ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইরানের রেভল্যুশনারি গার্ডস দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই দেশটির এলিট ফোর্স বিভিন্ন পাল্লার ও ধরনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। দেশটির রেভল্যুশনারি গার্ডসের ওয়েবসাইট সেপাহনিউজ জানিয়েছে, শনিবার ভারত মহাসাগরে এই পরীক্ষা চালানো হয়। ওয়েবসাইটটিতে আরও বলা হয়, স্থল ও সমুদ্রে নির্দিষ্ট বস্তুতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পরীক্ষা চালিয়েছে ইরান। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে গত দুই সপ্তাহের মধ্যে এটি চতুর্থবারের মতো বড় সামরিক মহড়া। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, দুটো ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সেগুলো সাগরে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। দেশটির রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ১ হাজার ৮০০ কিলোমিটার দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনে তা ধ্বংস করতে সক্ষম হয়েছে। দুই দিনব্যাপী মহড়ার শেষ দিনে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরিসহ অন্য কর্মকর্তারা।

সর্বশেষ খবর