মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য ২০০ কোটি রুপি বরাদ্দ

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের ২০২১-২২ আর্থিক বর্ষে বাজেটে বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে ২০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল পার্লামেন্টে বার্ষিক বাজেট পেশ করেন। এ বাজেটে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পরিকাঠামোসহ বিভিন্ন চলমান প্রকল্প রূপায়ণের জন্য ৭ হাজার ৬৩৫ কোটি রুপি বরাদ্দ করা হয়। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, ভুটান, মরিশাস, সিসিলি, শ্রীলঙ্কা, নেপাল ও আফ্রিকা। এর মধ্যে ভুটানের বরাদ্দ সর্বাপেক্ষা বেশি- ৩ হাজার কোটি রুপি। ভুটানের বাজেটের ৯০ শতাংশ অর্থ ভারত বরাদ্দ করে। বাংলাদেশের ক্ষেত্রে গত আর্থিক বছরে একই পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ব্যয় হয়েছে মাত্র ১২৫ কোটি রুপি। ভারতের এবারের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪.৫০ লাখ কোটি রুপি। যা গতবারের তুলনায় ৪ লাখ ৫০ হাজার কোটি বেশি। প্রতিরক্ষায় ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার কোটি রুপি।

সর্বশেষ খবর