রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

গাজায় নিপীড়নের বিচার করতে পারবে আইসিসি

ফিলিস্তিন ভূখন্ডে সংঘটিত যুদ্ধাপরাধ ও নৃশংসতার বিচারের এখতিয়ার নিজেদের রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। শুক্রবার আইসিসির এ সংক্রান্ত রায় তাদের কৌঁসুলিদের পশ্চিম তীর ও গাজায় নিপীড়নের অভিযোগ তদন্তের পথ করে দিল বলে জানিয়েছে বিবিসি। আইসিসির কৌঁসুলি ফাতৌ বেনসৌদা এর আগে ফিলিস্তিন ভূখন্ডে যুদ্ধাপরাধ অভিযোগ তদন্তে অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন, সেখানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে তা ‘বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি’ রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইসিসির এ রুলিংয়ের কড়া সমালোচনা করেছেন; অন্যদিকে ফিলিস্তিনি কর্মকর্তারা একে স্বাগত জানিয়েছেন।

‘এই সিদ্ধান্ত ন্যায়বিচার ও মানবতার জয়,’ ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিতায়েহ এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। ইসরায়েল আইসিসির সদস্য নয়। তারা ফিলিস্তিন ভূখন্ডে আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারের রুলিংও প্রত্যাখ্যান করেছে।

সর্বশেষ খবর