বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
ফের আগ্রাসনের প্রস্তুতি

ভারত সীমান্তে চীন মজুদ করছে রকেট, মিসাইল!

ভারত সীমান্তে চীন মজুদ করছে রকেট, মিসাইল!

পূর্ব লাদাখে সীমান্ত সমস্যা নিয়ে চলছে লাগাতার  বৈঠক। এখনো পর্যন্ত ৯ দফা বৈঠক হয়েছে। তাতে  কোনো সমাধানসূত্র বের হয়নি। সেনাসংখ্যা কমানো এবং সেনা অপসারণ করা নিয়ে একমত হতেই পারছে না দুই দেশের সেনাবাহিনী। এ অবস্থায় লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে বিপুল রকেট, মিসাইল মজুদ করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। তাদের মোটরাইজড ডিভিশন এবং রকেট ডিভিশনের ইউনিটের সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। ভারতীয় গুপ্তচরদের কাছে এবং উপগ্রহ মারফত পাওয়া  গোপন ছবি সে কথাই বলছে। হিন্দুস্তান টাইমস

ভারতীয় সেনা সূত্রের খবর, সেনা অপসারণ বা ডিসএনগেজমেন্টের কোনো সদিচ্ছাই দেখাচ্ছে না চীন। উল্টো তাদের রাইফেল ডিভিশনের অধীনে সেনা সংখ্যা কয়েক হাজার করে বাড়ানো হচ্ছে। পিএলএ প্রতিটি সংঘর্ষ-বিন্দুতে (ফ্রিকশন পয়েন্টে) তাদের  সেনাবিন্যাস ঘন ঘন পাল্টাচ্ছে। ফরোয়ার্ড  পোস্টগুলোতে রোটেশনে ডিউটি বদলানো হচ্ছে সেনা সদস্যদের।

সর্বশেষ খবর