সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। তার আগে রাজ্যটির হুগলি জেলার ডানলপে একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করলেন ‘রাজ্যবাসী স্থির করে ফেলেছেন যে, তারা এবার পরিবর্তন আনবেন।’ মোদি বলেন, ‘এই দেবত্ব ভূমিতে এসে আপনাদের উৎসাহ-উদ্দীপনা আর আনন্দ দেখে মনে হচ্ছে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একটাই বড় বার্তা দিচ্ছে- তা হলো এবার পশ্চিমবঙ্গের মানুষ স্থির করেই ফেলেছেন যে, তারা পরিবর্তন আনবেন। আর এই পরিবর্তন আনবে পদ্মফুল।’ রামকৃষ্ণ পরমহংস, ঋষি অরবিন্দ, রাসবিহারী বোস, বিপীন বিহারী গাঙ্গুলীর মতো মনীষীদের জন্মস্থান এই বাংলার উন্নয়নে বিগত কোনো সরকারই উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘যে বন্দে মাতরম ভবন থেকে কবি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ‘বন্দে মাতরম’ গানের রচনা করেছিলেন- সেই ভবন আজ বড়ই রুগ্ন। অথচ এই ‘বন্দে মাতরম’ গানের মধ্য দিয়ে দেশের বিপ্লবীরা প্রেরণা পেয়েছিলেন, দেশবাসী নতুন করে জেগে উঠেছিলেন। এই অমর গানের স্রষ্টার স্থানকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করাটা বাংলার গৌরবের সঙ্গে খুব বড় অন্যায়।’ তিনি আরও বলেন, ‘আজ বাংলার মানুষকে এই আশ্বাস দিতে চাই, বাংলায় বিজেপির সরকার গঠন হলে প্রতিটি রাজ্যবাসী তাদের সংস্কৃতি উদযাপন করতে পারবেন।’ মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে ‘সিন্ডিকেট’-এর অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি চলতে থাকলে বাংলার অগ্রগতি সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘মা-মাটি-মানুষের সরকার বাংলার মানুষের উন্নয়নের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্র সরকার কৃষক ও গরিবদের উন্নয়নের অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে জমা করে কিন্তু রাজ্য সরকার চাঁদাবাজদের অনুমতি ছাড়া গরিবদের কাছে পৌঁছয় না। তৃণমূল নেতাদের অর্থ-প্রতিপত্তি বেড়েই চলেছে। অথচ সাধারণ মানুষ, গরিব মানুষ আরও গরিব হয়ে যাচ্ছেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ