সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। তার আগে রাজ্যটির হুগলি জেলার ডানলপে একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করলেন ‘রাজ্যবাসী স্থির করে ফেলেছেন যে, তারা এবার পরিবর্তন আনবেন।’ মোদি বলেন, ‘এই দেবত্ব ভূমিতে এসে আপনাদের উৎসাহ-উদ্দীপনা আর আনন্দ দেখে মনে হচ্ছে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একটাই বড় বার্তা দিচ্ছে- তা হলো এবার পশ্চিমবঙ্গের মানুষ স্থির করেই ফেলেছেন যে, তারা পরিবর্তন আনবেন। আর এই পরিবর্তন আনবে পদ্মফুল।’ রামকৃষ্ণ পরমহংস, ঋষি অরবিন্দ, রাসবিহারী বোস, বিপীন বিহারী গাঙ্গুলীর মতো মনীষীদের জন্মস্থান এই বাংলার উন্নয়নে বিগত কোনো সরকারই উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘যে বন্দে মাতরম ভবন থেকে কবি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ‘বন্দে মাতরম’ গানের রচনা করেছিলেন- সেই ভবন আজ বড়ই রুগ্ন। অথচ এই ‘বন্দে মাতরম’ গানের মধ্য দিয়ে দেশের বিপ্লবীরা প্রেরণা পেয়েছিলেন, দেশবাসী নতুন করে জেগে উঠেছিলেন। এই অমর গানের স্রষ্টার স্থানকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করাটা বাংলার গৌরবের সঙ্গে খুব বড় অন্যায়।’ তিনি আরও বলেন, ‘আজ বাংলার মানুষকে এই আশ্বাস দিতে চাই, বাংলায় বিজেপির সরকার গঠন হলে প্রতিটি রাজ্যবাসী তাদের সংস্কৃতি উদযাপন করতে পারবেন।’ মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে ‘সিন্ডিকেট’-এর অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি চলতে থাকলে বাংলার অগ্রগতি সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘মা-মাটি-মানুষের সরকার বাংলার মানুষের উন্নয়নের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্র সরকার কৃষক ও গরিবদের উন্নয়নের অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে জমা করে কিন্তু রাজ্য সরকার চাঁদাবাজদের অনুমতি ছাড়া গরিবদের কাছে পৌঁছয় না। তৃণমূল নেতাদের অর্থ-প্রতিপত্তি বেড়েই চলেছে। অথচ সাধারণ মানুষ, গরিব মানুষ আরও গরিব হয়ে যাচ্ছেন।
শিরোনাম
- ওবায়দুল কাদের ও মডেল মেঘলার ফোনালাপ ফাঁস
- মেয়ের জন্মকে স্মরণীয় রাখতে ২০০ পরিবারে ফলজ চারা উপহার
- বিএনপির সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: মফিকুল হাসান তৃপ্তি
- ‘টেকসই উন্নয়নে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে’
- নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী দিপু’র গণমিছিল
- সিদ্ধিরগঞ্জে তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণে’র অভিযোগে মামলা
- জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান
- চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের গণসংযোগ
- সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
- কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- বীরগঞ্জে ‘ষষ্ঠক নেতা কোর্স’ সম্পন্ন, নেতৃত্ব বিকাশে স্কাউটিং-এর ওপর জোর
- নারায়ণগঞ্জে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় ডায়াথার্মি মেশিন বিতরণ
- ঢাকা-১৭ আসনে লড়বেন শহিদ জহির রায়হানের ছেলে, যা বললেন মা সুচন্দা
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
- ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
- ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
পশ্চিমবঙ্গের মানুষ মনস্থির করেছেন বাংলায় পরিবর্তন আনবেন : মোদি
দীপক দেবনাথ, কলকাতা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর