শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা

উদ্বাস্তুদের দেশে ফিরতে বাধা দিচ্ছে আমেরিকা

রাশিয়া ও সিরিয়া বলেছে, বিদেশি মদদপুষ্ট ভাড়াটে সন্ত্রাসীদের অর্থ সরবরাহ এবং সিরিয়ার অভ্যন্তরে গোলযোগ সৃষ্টি করে উদ্বাস্তু হওয়া সিরীয় নাগরিকদের দেশে ফিরতে বাধা সৃষ্টি করছে আমেরিকা। সিরীয় উদ্বাস্তু ফেরত আনা বিষয়ক সিরিয়া ও রাশিয়ার যৌথ কমিটি এক বিবৃতিতে এ অভিযোগ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, উদ্বাস্তুদের ফেরার বিষয়ে আমেরিকা ও তার মিত্ররা অব্যাহতভাবে বাধা সৃষ্টি করে যাচ্ছে। গত বছরের জুন মাসে আমেরিকা সিরিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নিন্দা জানানো হয়েছে যৌথ বিবৃতিতে। এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়। নিষেধাজ্ঞা আরোপের পর সিরিয়া সরকার বলেছিল, আরব এ দেশটিতে স্থিতিশীলতা ফিরতে দিতে চায় না আমেরিকা। এ জন্য তারা রাাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টিসহ নানারকম অস্ত্র ব্যবহার করছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থাগুলো নিষেধাজ্ঞার বিষয়ে অন্ধের ভূমিকা পালন করছে। যৌথ বিবৃতিতে সিরিয়া ও রাশিয়া সিরীয় উদ্বাস্তুদের নিরাপদে দেশে ফেরার জন্য যথোপযুক্ত পরিবেশ তৈরির অঙ্গীকার ব্যক্ত করেছে।

সর্বশেষ খবর