রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

ভারতে করোনা সংক্রমণ বাড়ছে মধ্য প্রদেশে লকডাউন জারি

ভারতে করোনা সংক্রমণ বাড়ছে মধ্য প্রদেশে লকডাউন জারি

বিশ্বব্যাপী হঠাৎ করেই করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এরই জের ধরে ভারতে এখন প্রতিদিন গড়ে ৪০ হাজার মানুষ সংক্রমিত হওয়া শুরু করেছেন। যা কয়েকদিন আগেও ছিল প্রায় ৩৫ হাজার। ফলে মধ্য প্রদেশের বিভিন্ন অঞ্চলে গত রাত থেকে লকডাউন শুরু হয়েছে। খবরে বলা হয়, চার মাস পর ভারতে দৈনিক করোনা শনাক্ত ছাড়িয়েছে ৪০ হাজার। দেশটিতে শুক্রবার ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ হাজার ৯৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত বছরের ২৯ নভেম্বরের পর এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় কয়েক রাজ্যে স্কুল বন্ধ করে দেওয়া, জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। এমনকি সবচেয়ে উপদ্রুত  জেলাগুলোতে লকডাউন আরোপের বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ।  ভারতে এখন পর্যন্ত এক কোটি ১৫ লাখের বেশি মানুষের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজারের বেশি মানুষের। গত এক সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের আশপাশে থাকলেও গত তিন দিন ধরে বাড়ছে সংক্রমণ। সবচেয়ে বেশি সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা, কর্নাটক এবং গুজরাট রাজ্যে। বিগত তিন দিন ধরে ভারতে ৩০ হাজারের বেশি দৈনিক সংক্রমণ শনাক্ত হচ্ছে। গতকাল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  মোট আক্রান্তের ৮০. ৬৩ শতাংশই পাওয়া যাচ্ছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্নাটক, গুজরাট এবং ছত্তিশগড় রাজ্যে। শনাক্ত রোগী এবং মৃত্যু বিবেচনায় পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র এখনো দেশটির অন্য সব অঞ্চলের  চেয়ে এগিয়ে আছে।  প্রতিবেশী রাজ্য মধ্য প্রদেশের রাজধানী ভোপালসহ ইন্দোর ও জবলপুরে জারি করা হচ্ছে লকডাউন। গতকাল রাত ১০টা থেকে আগামী সোমবার ভোর ৬টা পর্যন্ত এসব শহর লকডাউন থাকবে। এ ছাড়া আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব শহরের স্কুল-কলেজ বন্ধ থাকবে। এনডিটিভি।

 

সর্বশেষ খবর