শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

শ্যাওলায় আটকা পড়ে মারা গেল ৪ হাজার টন স্যামন!

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শ্যাওলায় আটকা পড়ে ৪ হাজার ২০০ টন স্যামন মাছ মারা গেছে। বৃহস্পতিবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্যামন উৎপাদনকারী দেশটির ফিশারিজ ও অ্যাকুয়াকালচার সার্ভিস এ তথ্য জানায়। ধারণা করা হচ্ছে, ক্ষতিকর শ্যাওলার আস্তরণে ঢাকা পড়ে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় দম বন্ধ হয়ে মাছগুলো মারা গেছে। স্যামন মাছের ৭০ শতাংশ উদ্ধার করা হয়েছে ১৮টি খামার থেকে। এসব খামারে তিন ধরনের ক্ষতিকর শ্যাওলা শনাক্ত করা হয়েছে। জলবায়ু বিষয়ক সংগঠন গ্রীনপিস এই দূষণের জন্য স্যামন ফার্মিংকে দায়ী করেছে।

এর আগে চিলিতে ২০১৬ সালে হাজার হাজার টন স্যামন মারা যায়। চিলির দক্ষিণাঞ্চলে প্রায় ১৮টি স্যামন খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

 এই খামারগুলো থেকে বিশ্বের চাহিদার প্রায় ২৬ শতাংশ স্যামন সরবরাহ করা হয়। চিলির চেয়ে কেবল নরওয়ে সবচেয়ে বেশি স্যামন মাছ উৎপাদন করে। ২০২০ সালে দেশটি ৪.৪ বিলিয়ন ডলারের স্যামন রফতানি করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর