রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্বাস্থ্যের অবস্থা যথেষ্টই খারাপ। তাকে বাঁচিয়ে রাখাই এখন বিষয় বলে জানিয়েছেন তার এক সহযোগী। এদিকে নাভালনির বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, কারাগারে নাভালনির মৃত্যু হলে মস্কোকে তার পরিণতি ভোগ করতে হবে। ৪৪ বছর বয়সী নাভালনি রাশিয়ার জনপ্রিয় বিরোধী নেতা। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। নাভালনি বর্তমানে রাশিয়ায় কারাগারে আছেন। তিনি গত ৩১ মার্চ থেকে কারাগারে অনশন করছেন। পিঠে তীব্র ব্যথা ও পায়ের অসাড়তার জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা না পেয়ে তিনি কারাগারে অনশন শুরু করেন। অর্থ আত্মসাতের পুরনো মামলায় গত ফেব্রুয়ারি মাসে নাভালনিকে কারাদন্ড দেওয়া হয়। এই দন্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন নাভালনি। এ অবস্থায় গত পরশু চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো তার মৃত্যু হতে পারে। তার চিকিৎসার বিষয়ে এখনই গুরুত্ব দেওয়া না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না। এই আহ্বানের পর অবশ্য নাভালনিকে কারাগারের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানকার কর্তৃপক্ষ বলছে তার অবস্থা ‘সন্তোষজনক’। প্রায় ২০ দিন ধরে অনশনে থাকায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে প্রতিদিনই একজন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং তিনি ভিটামিন গ্রহণে সম্মতি জানিয়েছেন।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
নাভালনি মারা গেলে মস্কোকে পরিণতি ভোগ করতে হবে : ওয়াশিংটন
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর