রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

জেরুজালেমে উত্তেজনা

সম্প্রসারিত পূর্ব জেরুজালেমে শুক্রবার দ্বিতীয় রাতের মতো ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় উত্তেজনা বৃদ্ধির এবং হামলার ভিডিও পোস্ট দেওয়ায় জনতার বিক্ষুব্ধ হয়ে পড়ার প্রেক্ষাপটে সেখানে এমন বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলো। বৃহস্পতিবার রাতে সংঘর্ষের পর নতুন করে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট জানায়, সেখানে সংঘর্ষে কমপক্ষে ১০৫ জন আহত হয়েছে। এদের মধ্যে প্রায় ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, এ সময় তাদের ২০ কর্মকর্তা আহত হয়েছেন। পবিত্র রমজান মাস চলাকালে ফিলিস্তিনিরা সাধারণত যেসব স্থানে ব্যাপক হারে সমবেত হয়- বৃহস্পতিবার ইসরায়েলি পুলিশ সেসব স্থানে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করে। এর ফলে প্রাচীরবেষ্টিত ওল্ড সিটির প্রবেশপথগুলোর একটির বাইরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মার্চ মাস শেষে কট্টরপন্থি ইহুদিদের আগমনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় তারা ফিলিস্তিনিদের হয়রানি করে এবং ‘আরবরা নিপাত যাক’ স্লোগান দেয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর