শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

আদালতে সু চির পক্ষে কোনো আইনজীবী রাখতে দেবে না জান্তা

আদালতে সু চির পক্ষে কোনো আইনজীবী রাখতে দেবে না জান্তা

দাফতরিক গোপনীয়তা আইনের মামলায় আদালতের আসন্ন শুনানিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির কোনো আইনজীবীকে তালিকাভুক্ত করা হয়নি। সু চির শীর্ষ আইনজীবী গতকাল এই অভিযোগ করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সু চিসহ পাঁচজনের বিরুদ্ধে দাফতরিক গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে সামরিক জান্তার করা মামলায় ২৩ জুন শুনানির তারিখ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আদালতে বিবাদীদের প্রতিনিধিত্ব করার জন্য কোনো আইনজীবীকে তালিকাভুক্ত করা হয়নি। আদালতে প্রতিনিধিত্ব করার জন্য বিবাদীদেরই তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সু চির শীর্ষ আইনজীবী খিং মং জাও। তিনি বলেন, ‘আমরা উদ্বিগ্ন যে, আদালতে তাদের (বিবাদী) কোনো আইনি প্রতিনিধি থাকবেন না।

শুনানিতে কোনো স্বচ্ছতা থাকবে না।’ সু চির এই আইনজীবীর অভিযোগের বিষয়ে সুপ্রিম কোর্ট বা সামরিক জান্তার মুখপাত্রের বক্তব্য জানা রয়টার্সের পক্ষে সম্ভব হয়নি।

সর্বশেষ খবর