সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

পরস্পরকে অপমান না করতে প্রার্থীদের প্রতি আহ্বান

পরস্পরকে অপমান না করতে প্রার্থীদের প্রতি আহ্বান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্ট প্রার্থীদের পরস্পরের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এরপরই খামেনি বলেছেন, যখনই প্রার্থীরা টিভি বিতর্কে পরস্পরকে অবমাননা ও হেয় করার পন্থা অনুসরণ করেছেন এবং এক প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে আরেক প্রতিদ্বন্দ্বী মানুষের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করেছেন তখনই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি একে অপরকে অপমান করে কথা না বলতে, অপবাদ না দিতে, সম্মানহানি না করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রথম টিভি বিতর্কে ইরানের সাত প্রেসিডেন্ট প্রার্থী মূলত অর্থনৈতিক বিষয়াদি নিয়ে কথা বলেছেন। আগামী কয়েক দিনের মধ্যে আরও দুটি বিতর্ক অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর