বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ ০০:০০ টা

মিয়ানমার থেকে ভারতে পালালেন চিফ মিনিস্টারসহ ৯ হাজার নাগরিক

মিয়ানমার থেকে ভারতে পালালেন চিফ মিনিস্টারসহ ৯ হাজার নাগরিক

চিন রাজ্যের চিফ মিনিস্টার সালাই লিয়ান লুয়াই

মিয়ানমারে ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর এখন পর্যন্ত দেশটির ৯ হাজারের বেশি নাগরিক পালিয়ে ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। তার মধ্যে মিয়ানমারের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীও আছেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিজোরামে আশ্রয় নেওয়া মিয়ানমারের চিন রাজ্যের চিফ মিনিস্টার নাম সালাই লিয়ান লুয়াই। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্র বলছেন, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এ পর্যন্ত দেশটির ৯ হাজার ২৪৭ জন নাগরিক আশ্রয়ের জন্য মিজোরামে প্রবেশ করেছেন। এর মধ্যে চিন রাজ্যের চিফ মিনিস্টারসহ দেশটির ক্ষমতাচ্যুত দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বেশ কয়েকজন আইনপ্রণেতা রয়েছেন। রাজ্যটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মিয়ানমারের ২৪ জন আইনপ্রণেতা রাজ্যের বিভিন্ন জেলায় আশ্রয় নিয়েছেন। চিন রাজ্যের চিফ মিনিস্টার সালাই লিয়ান লুয়াইকে ২০১৬ সালে মুখ্যমন্ত্রী নিয়োগ করা হয়েছিল। সোমবার রাতে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। উল্লেখ্য, চিন রাজ্যটি মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত। এ রাজ্যের সঙ্গে মিজোরামের ছয় জেলার ৫১০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

সর্বশেষ খবর