মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

ভারতে সেলফি তোলার সময় বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ভারতের রাজস্থানের আম্বর দুর্গের কাছে গতকাল বজ্রপাতে ১১ জনের মৃত্যু ও অন্তত ১২ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতের মধ্যে দুজন বিদেশি পর্যটকও আছেন। রাজস্থানের বিভিন্ন স্থানে গত পরশুও বজ্রপাতের সময় সাত শিশুসহ আরও ১৮ ব্যক্তির মৃত্যু হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া জানায়, বজ্রপাতে আম্বর দুর্গেই ১১ জনের মৃত্যু হয়েছে। গোটা রাজ্যে এ দিন মোট ১৯ জনের মৃত্যু হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। অনেকে পাহাড়ি বনভূমি এলাকায় অবস্থিত আম্বর দুর্গের একটি স্তম্ভে উঠে বৃষ্টি উপভোগ করছিলেন ও সেলফি তুলছিলেন। এমন সময় বজ্রপাত হলে বহু লোক সেখান থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে। নিচে পড়ে যাওয়া ২৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। উদ্ধারকাজ চলমান রয়েছে।

সর্বশেষ খবর