বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

ন্যাটো মহাসচিবের ইরানবিরোধী বক্তব্যের নিন্দা

ন্যাটো মহাসচিবের ইরানবিরোধী বক্তব্যের নিন্দা

ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইরানবিরোধী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সোমবার ব্রাসেলসে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিডের সঙ্গে সাক্ষাতের পর স্টোলটেনবার্গ বলেন, ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি এবং পরমাণু সমঝোতা মেনে চলছে না। বিবৃতিতে ন্যাটো মহাসচিবের বক্তব্যকে বিভ্রান্তিকর ও কান্ডজ্ঞানহীন আখ্যায়িত করে বলা হয়, ইরান শুরুতেই এনপিটি চুক্তির পাশাপাশি জীবাণু অস্ত্র নির্মূল সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর করেছে এবং তখন থেকেই এসব চুক্তি মেনে চলছে।

সর্বশেষ খবর