শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
লন্ডনে এমকিউএমের সমাবেশ

পাকিস্তানি শাসকরা কত জঘন্য সারা দুনিয়া তা জেনে গেছে

প্রতিদিন ডেস্ক

লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আলতাফকে হত্যার হুমকি দেওয়ায় পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী কত জঘন্য চরিত্রের তা সারা দুনিয়া জেনে গেছে। প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে দাঁড়িয়ে বলেছেন, ড্রোন হামলা চালিয়ে এমকিউএম নেতা আলতাফ হোসেনকে হত্যার চিন্তাভাবনা চলছে।

ইমরান খানের সরকারের কট্টর সমালোচক আলতাফ হোসেন গ্রেফতার এড়ানোর জন্য ব্রিটেনে বাস করেন। ইমরান সংসদে বলেছেন, ব্রিটিশ সরকার অনুমতি দিলে ওই ড্রোন হামলা চালানো হবে। মূলত প্রধানমন্ত্রী বরিস জনসনের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশের বক্তাদের মধ্যে তারিক জাভিদ, কাসিম আলী রাজা ও মুস্তাফা আজাদী তাদের বক্তৃতায় পাকিস্তানি শাসকদের চক্রান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্রিটেনসহ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর প্রতি আহ্বান জানান। বক্তারা ড্রোন হামলা চালানোর চক্রান্তের পরিপ্রেক্ষিতে আলতাফ হোসেনের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে ব্রিটিশ সরকারকে অনুরোধ জানান। সমাবেশে যোগদানকারীদের হাতে ছিল এমকিউএমের পতাকা; আলতাফের ছবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে তারা ইমরানের বিরুদ্ধে স্লোগান দেন। বক্তা হাসিম আজম বলেন, সামরিক বাহিনীর অধিকৃত রাষ্ট্র পাকিস্তানের শাসকরা সন্ত্রাসের পৃষ্ঠপোষক। তাদের মানবতাবিরোধী বিভিন্ন অপকর্মের কাহিনি এমকিউএম বিশ্ববাসীর সামনে তুলে ধরবে।

সর্বশেষ খবর