রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

২ আগস্টে স্কুল খুলছে পাঞ্জাব

২ আগস্ট থেকে ভারতের পাঞ্জাব রাজ্য সরকার স্কুল খোলার নির্দেশনা দিয়েছে। গতকাল সরকারের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, কাল সোমবার থেকে রাজ্যের সব স্কুল খুলে দেওয়া হচ্ছে। করোনা মহামারীতে প্রটোকল মেনে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে।

করোনা ব্যাপকহারে বেড়ে যাওয়ায় গত বছরের মার্চ মাসে সব রাজ্যের স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেয় দেশটির সরকার। প্রথম ধাপে করোনার বেগ খুব একটা না পেলেও দ্বিতীয় ধাপে বিপর্যয় নেমে আসে ভারতে। বহু মানুষের প্রাণ যায় করোনায়। এবার তৃতীয় ঢেউয়ের শঙ্কা তৈরি হয়েছে। এমন সময় স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব রাজ্য সরকার। যদিও ভার্চুয়াল ক্লাসও চালু থাকছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, স্টাফসহ সবাইকে ভ্যাকসিন নিয়ে আসতে হবে।

গতকাল পর্যন্ত রাজ্যটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৪৪ জন। সেখানে সুস্থ হয়েছেন ৫ লাখ ৮২ হাজার ২১৭ জন। আর করোনায় মারা গেছেন ১৬ হাজার ২৯২ জন। টানা চার মাস বন্ধ থাকার পর স্কুল খোলায় খুশি শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলে, ‘স্কুল খুলবে শুনে খুশি হয়েছি, আমরা অনলাইনে ক্লাস করছি, তবে সরাসরি ক্লাসেই আমরা বেশ বুঝতে পারি’।

এদিকে অন্যান্য রাজ্যের ৪৬টি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে। ৫৩ জেলায় সেই হার ৫ থেকে ১০ শতাংশ। গত এক সপ্তাহ থেকে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের ওপরে থাকছে। বিশেষজ্ঞদের ধারণা, এটা তৃতীয় ঢেউয়ের প্রাথমিক লক্ষণ। এমন পরিস্থিতিতে পাঞ্জাব সরকারের স্কুল খোলার সিদ্ধান্ত কতটা কার্যকর, তা নিয়ে চলছে আলোচনা। এনডিটিভি

সর্বশেষ খবর