বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শর্তসাপেক্ষে তালেবানের সঙ্গে আলোচনায় প্রস্তুত জি-৭

তালেবানের সঙ্গে শর্তসাপেক্ষে আলোচনায় বসতে সম্মত হয়েছেন জি-৭ ভুক্ত দেশগুলোর নেতারা। সংগঠনটির বর্তমান সভাপতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তাদের এক নম্বর শর্ত হলো- ৩১ আগস্টের পরও আফগানিস্তান থেকে দেশটি ছাড়তে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদে দেশত্যাগের সুযোগ দিতে হবে তালেবানকে। গত বছর দোহায় তালেবানের সঙ্গে সম্পাদিত শান্তিচুক্তি অনুযায়ী, এ মাসের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা। কিন্তু তালেবান নেতারা হুঁশিয়ার করে দিয়েছেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার সময়সীমা বাড়ানোর পদক্ষেপ তারা মেনে নেবেন না। এই হুঁশিয়ারির মধ্যে ধনী দেশগুলোর জোট জি-৭-এর নেতারা মঙ্গলবার ভার্চ্যুয়ালি জরুরি বৈঠকে বসেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমরা আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার বিষয়ে এক যৌথ দৃষ্টিভঙ্গির ব্যাপারেই শুধু একমত হইনি; বরং তালেবানের সঙ্গে কীভাবে আমাদের আলাপ-আলোচনা চলবে, সে ব্যাপারেও মতৈক্যে পৌঁছেছি। তবে তা শর্তসাপেক্ষে’। তিনি বলেন, অর্থনৈতিক, কূটনৈতিক, রাজনৈতিকসহ নানা বিষয়ে জি-৭-এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

 

সর্বশেষ খবর