বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আমেরিকা কাবুল ছাড়তেই ৮৫ বিলিয়ন ডলারের অস্ত্র তালেবানের দখলে

আমেরিকার ব্ল্যাক হক হেলিকপ্টার এখন তালেবানের দখলে। আরও রয়েছে মাইন প্রতিরোধী ট্যাংক, আগ্নেয়াস্ত্র, সাঁজোয়া যান

আমেরিকার সেনা আফগানিস্তানের মাটি ছেড়েছে। সেই আবহে চাঞ্চল্যকর দাবি করলেন আমেরিকার এক কংগ্রেস সদস্য। তাঁর দাবি, প্রায় ৮ হাজার ৫০০ কোটি ডলারের অস্ত্র আফগানিস্তানে ফেলে এসেছে আমেরিকা। যেগুলো সরাসরি তালেবানের দখলে গেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে ফেলে আসা যুক্তরাষ্ট্রের সব যুদ্ধসরঞ্জাম ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তালেবান মার্কিন যুদ্ধসরঞ্জাম ফিরিয়ে দিতে রাজি না হলে আফগানিস্তানে আবার বোমা হামলা চালানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ৩০ আগস্ট কাবুল ত্যাগের আগমুহূর্ত পর্যন্ত মার্কিন বাহিনীর যুদ্ধসরঞ্জাম বিমানবন্দরে প্রস্তুত ছিল। কাবুল ত্যাগের আগে এসব যুদ্ধসরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। কাবুল ত্যাগের আগে ৭৩টি এয়ারক্র্যাফট, ২৭টি সাঁজোয়া যানসহ বেশ কিছু যুদ্ধসরঞ্জাম চিরতরে ব্যবহারের অনুপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন জেনারেল ম্যাকেঞ্জি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানে মার্কিন বাহিনীর ব্যবহৃত সর্বাধুনিক যুদ্ধসরঞ্জাম এখন তালেবানের হাতে। এর মধ্যে মাইন প্রতিরোধী ট্যাংক, আগ্নেয়াস্ত্র, ব্ল্যাকহক হেলিকপ্টার, সাঁজোয়া যান ইত্যাদি রয়েছে। এ ছাড়া বায়োমেট্রিক ডেটাসহ প্রযুক্তিগত যুদ্ধসরঞ্জাম আফগানিস্তানে ফেলে আসতে হয়েছে মার্কিন বাহিনীকে। জিম ব্যাঙ্কস নামে রিপাবলিকান পার্টির সদস্য  আফগানিস্তানে অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন। তিনি বললেন, ‘আমেরিকার বিপুল পরিমাণ ব্ল্যাক হক হেলিকপ্টার এখন তালেবানের দখলে। পৃথিবীর ৮৫ শতাংশের বেশি দেশের হাতে যে সংখ্যায় এই বিশেষ হেলিকপ্টার আছে, তার থেকে বেশি আছে তালেবানের হাতে।’

সর্বশেষ খবর