বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সৌদি ও ইরান চতুর্থ দফা আলোচনা বাগদাদে

ইরান ও সৌদি আরবের মধ্যে চতুর্থ দফা আলোচনা ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত হবে। ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, সৌদি আরবের সঙ্গে এ পর্যন্ত তিন দফা আলোচনা হয়েছে। চতুর্থ দফা আলোচনাও অনুষ্ঠিত হবে। ইরান ও সৌদি আরবের মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক নেই। ইরাকের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে ইরানি রাষ্ট্রদূত বলেন, ইরাকি জনগণের সঙ্গে ইরানের দৃঢ় সম্পর্ক রয়েছে। তেহরান যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠনে ভূমিকা রাখবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ইরাকে বিদ্যুৎ সংকট বিরাজ করছে। এ ক্ষেত্রে শুধু ইরানই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। রাষ্ট্রদূত বলেন, ইরাকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর জন্য ইরান বার্ষিক ৪ কোটি ৭০ লাখ ঘনমিটার গ্যাস রপ্তানি করে থাকে। ইরাক অনিয়মিতভাবে গ্যাসের মূল্য পরিশোধ করে থাকে।

সর্বশেষ খবর