শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সিরিয়া থেকেও সেনা প্রত্যাহার

সিরিয়ার তিনটি ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করেছে আমেরিকা। আফগানিস্তান থেকে পরাজয়ের পর এই পদক্ষেপ নিল জো বাইডেনের প্রশাসন। যে তিনটি ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে তার মধ্যে একটি ছিল অত্যন্ত বিতর্কিত যার অবস্থান ছিল সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের আল ওমর তেল ক্ষেত্রের কাছে। বাকি দুটি হাসাকা প্রদেশের কামিশলি এলাকায়।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা তান্ডব শুরু করার পর আইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে আমেরিকা ও তার মিত্র কয়েকটি দেশ সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে। পরে রাশিয়া সিরিয়ার পক্ষ নেওয়ায় আমেরিকা সেখানে সুবিধা করতে পারেনি।

সর্বশেষ খবর