সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ভিডিও বার্তায় হাজির আল-কায়েদা প্রধান

ভিডিও বার্তায় হাজির আল-কায়েদা প্রধান

আয়মান আল-জাওয়াহিরি

৯/১১-এর ২০ বছর পূর্তিতে শনিবার জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রচারিত একটি ভিডিও আতঙ্ক বাড়িয়ে দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর। কারণ ৬০ মিনিটের সেই ভিডিওতে কথা বলতে শোনা গেছে আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরিকে। যিনি কি না মৃত বলেই এতদিন জানত গোটা বিশ্ব। টেলিগ্রাম অ্যাপে ওই ভিডিও-বার্তাটি প্রকাশ করেছে আল-কায়েদা। ভিডিও-বার্তাটির শিরোনাম ‘জেরুজালেম উইল নট বি জুদাইস্ট’। ৯/১১ হামলার পর  লাদেন আত্মগোপন করলে, আল-কায়েদার প্রধান হন আয়মান আল-জায়াহিরি। ২০২০-এর নভেম্বরে গোটা বিশ্বে ছড়িয়ে যায় জায়াহিরি মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়েছে। যদিও শনিবার জায়াহিরির যে ভিডিও-বার্তা প্রকাশ হয়েছে, তা থেকে স্পষ্ট যে, সম্পূর্ণ সুস্থ রয়েছেন আল-কায়েদা প্রধান।

৯/১১-এর সকাল থেকেই টেলিগ্রাম চ্যানেলে জায়াহিরির বক্তৃতার প্রোমো প্রকাশ করে আল-কায়েদা। সেখানে জাওয়াহিরির লেখা ৮৫২ পাতার একটি বই প্রকাশ করা হয়েছে। তারপরই আল-কায়েদা প্রধান ২০২০ সালে নিহত আল-কায়েদার সদস্যদের জন্য শোক প্রকাশ করেছেন। তাদের প্রশংসা করেছেন। গোটা ভিডিও-বার্তায় আফগানিস্তানের প্রসঙ্গ একবারই এসেছে। তিনি বলেছেন, ২০ বছরের যুদ্ধশেষে আমেরিকা ভেঙে গেছে। আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে। তবে একদা সহযোগী তালেবান নিয়ে আর কোনো কথা বলেননি। আফগানিস্তানে ফের আল-কায়েদা সক্রিয় হবে কি না, সেসব নিয়েও কিছু বলেননি।

সর্বশেষ খবর