শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মধ্যপন্থা প্রসারে পুরস্কৃত কাবার প্রধান ইমাম

মধ্যপন্থা প্রসারে পুরস্কৃত কাবার প্রধান ইমাম

‘কাসিম পুরস্কার’ পেয়েছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। সৃজনশীল কর্মপদ্ধতির মাধ্যমে মধ্যপন্থা ও সহনশীলতা প্রচার-প্রসারে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে এ পুরস্কার পেয়েছেন তিনি। বুধবার কাসিম শহরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসকে এ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। শায়খ সুদাইসকে এ পুরস্কার প্রদান করেন কাসিম শহরের গভর্নর প্রিন্স ড. ফয়সাল বিন মাশাল বিন আবদুল আজিজ।

সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বোধ প্রসারের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন পবিত্র মসজিদুল হারামের ইমাম এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান ড. আবদুর রহমান আল সুদাইস। এ ছাড়াও উদার মনোভাব প্রচার করে উগ্রবাদ প্রতিরোধে সৌদি সরকারের ভূমিকা উল্লেখ করেন।

পবিত্র কাবার ইমাম হিসেবে দীর্ঘ ৩৮ বছর অতিবাহিত করেছেন তিনি। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৪ সালে মসজিদুল হারামের খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে প্রধান ইমাম হিসেবে নিযুক্ত হন শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। ২০১২ সালে ১৪৩৩ হিজরিতে সৌদির মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পান তিনি।

সর্বশেষ খবর