শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দরজা খুলছে সিডনি

নভেম্বর থেকে কোয়ারেন্টাইন তুলে দেওয়ার চিন্তা

অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলস রাজ্যের কর্মকর্তারা আগামী মাস থেকে টিকা  নেওয়া ভ্রমণার্থীদের  কোনোরকম বিধিনিষেধ ছাড়াই সিডনিতে প্রবেশের সুযোগ  দেওয়ার কথা ভাবছেন। তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এ শহরে  কোয়ারেন্টাইনবিহীন ভ্রমণ চালুতে দেশটির কেন্দ্রীয় সরকারেরও সায় লাগবে। বিবিসি জানিয়েছে, গতকাল নিউসাউথ ওয়েলস কর্তৃপক্ষ নভেম্বর থেকে সিডনিতে টিকা নেওয়া বিদেশি ভ্রমণার্থীদের জন্য কোয়ারেন্টিন তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানালেও এখন পর্যন্ত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন এ বিষয়ে তার অবস্থান জানাননি। ‘আমরা সারা বিশ্বের জন্য সিডনি ও নিউ সাউথ ওয়েলসকে খুলে দিতে যাচ্ছি, দিনটি হতে যাচ্ছে ১ নভেম্বর। সেদিন থেকে আমরা সারা বিশ্বকে বলতে পারবো, আমরা সবাইকে সমানভাবে দেখছি। যদি আপনি টিকার সব ডোজ নিয়ে থাকেন, তাহলে এই অপরূপ রাজ্যে আপনি আসতে পারেন,’ বলেছেন চলতি মাসেই রাজ্য প্রিমিয়ারের দায়িত্ব  নেওয়া ডমিনিক প্যারোটে।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর