বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে দল ছাড়ছেন বিজেপি বিধায়করা

আরও একজন তৃণমূলে

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। গতকাল কলকাতায় তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে ফিরে আসেন। গত বিধানসভার নির্বাচনের তিন মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণ। এরপর বিজেপির টিকিটে রায়গঞ্জ কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হন। কিন্তু জেতার পর থেকে দলের মধ্যেই বেসুরো হয়ে উঠেছিলেন তিনি। দলের নেতৃত্বের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। দলবিরোধী কাজের অভিযোগে চলতি মাসের শুরুতে কৃষ্ণকে শোকজ করে বিজেপি। শোকজের সিদ্ধান্ত জানার পরই দলত্যাগের কথা ঘোষণা করেন কৃষ্ণ। ফলে বিজেপি ছেড়ে পুরনো দল তৃণমূলে ফেরাটা ছিল কেবল সময়ের অপেক্ষা। কৃষ্ণ কল্যাণীর তৃণমূলে যোগদান এর ফলে রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ থেকে নেমে হলো ৭০। ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন ৫ বিধায়ক।

এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েই কৃষ্ণ কল্যাণী বলেন, ‘বিজেপিতে ভালো কাজের মূল্যায়ন নেই, কেবল ষড়যন্ত্র রয়েছে। আর এটা দিয়ে রাজনীতি হয় না। উন্নয়ন করতে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনি। আর তাকে দেখেই আমি তৃণমূলে ফিরে এসেছি।’ 

অন্যদিকে তৃণমূলে কৃষ্ণ কল্যাণের যোগদান নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘কৃষ্ণর সঙ্গে বহুদিন ধরেই দলের কোনো যোগাযোগ ছিল না। উনি একজন ব্যবসায়ী। পশ্চিমবঙ্গে ব্যবসা করতে গেলে যে কী করতে হয় সেটা সবাই জানেন। আগামী দিনে তিনি ঠিক উত্তর পেয়ে যাবেন।’

সর্বশেষ খবর