শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে আগুন দিল আদিবাসীরা

অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সার্বভৌমত্বের দাবিতে দেশটির ঐতিহাসিক পুরনো পার্লামেন্ট ভবনের বাইরে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। রাজধানী ক্যানবেরায় অবস্থিত পার্লামেন্টের বাইরে গত কয়েক দিন ধরে চলা আন্দোলন গতকাল উত্তেজনায় রূপ নেয়। বিক্ষোভকারীরা একপর্যায়ে বাইরে আগুন দেয়। দমকলকর্মীদের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। সহিংস ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন। আদিবাসী অধিকারকর্মীরা বলছেন, তারা পুরনো এই পার্লামেন্ট ভবনের সামনের লনে ‘অ্যাবোরিজিনাল টেন্ট অ্যাম্বাসি’ স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষে প্রতিবাদ জানায়। বর্তমানে ওই পার্লামেন্ট ভবনের নামকরণ করা হয়েছে মিউজিয়াম অব অস্ট্রেলিয়ান ডেমোক্রেসি। এখান থেকেই আদিবাসীদের ভূমির অধিকার নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা শুরু হয়।

সর্বশেষ খবর