রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সামরিক সংঘাত সমাধান নয়

চীনকে বার্তা তাইওয়ান প্রেসিডেন্টের

সামরিক সংঘাত সমাধান নয়

সাই ইং-ওয়েন

সামরিক সংঘাত কোনো সমাধান  হতে পারে না- চীনকে এমন বার্তা দিয়ে বছর শুরু করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। গতকাল নতুন বছরের ভাষণে তিনি এমনটা বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাঁর এ ভাষণ ফেসবুকে সরাসরি সম্প্রচারিতও হয়েছে। বেইজিং কর্তৃপক্ষ যেন পরিস্থিতি ‘ভুলভাবে বিচার না করে’ তা তাদের মনে করিয়ে দিতে হবে বলেও মন্তব্য করেছেন তাইওয়ান প্রেসিডেন্ট।

চীন গণতান্ত্রিক শাসনব্যবস্থায় পরিচালিত তাইওয়ানকে নিজেদের ‘বিচ্ছিন্ন প্রদেশ’ বিবেচনা করে; স্বশাসিত দ্বীপটি যেন ‘চীনের অধীনতা’ থেকে বের হতে না পারে তা নিশ্চিত করতে দুই বছর ধরে বেইজিং তাদের ওপর সামরিক ও কূটনৈতিক চাপও বাড়িয়ে চলেছে। নতুন বছর উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তাঁর ভাষণে বলেছেন, ‘মাতৃভূমির’ পূর্ণাঙ্গ একত্রীকরণ এমন একটি আকাক্সক্ষা, যা তাইওয়ান প্রণালির দুই দিকের মানুষজনই ধারণ করে।

অন্যদিকে তাইওয়ান বলে আসছে, তারা স্বাধীন দেশ। নিজেদের স্বাধীনতা ও গণতন্ত্র ‘যে কোনো মূল্যে’ রক্ষার প্রতিজ্ঞাও করে আসছে তারা। ‘প্রণালির দুই পাশের মধ্যকার মতবিরোধের সমাধানে সামরিক হস্তক্ষেপ বিকল্প হতে পারে না। সামরিক সংঘাত অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলবে’, বলেছেন সাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর