বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ব্লাসফেমি : জাফর ভাট্টির মৃত্যুদণ্ডে নিন্দা

ধর্ম অবমাননার দায়ে জাফর ভাট্টি নামে এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করায় পাকিস্তানের নিন্দা জানিয়েছে ফিনল্যান্ড সরকার ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফিনল্যান্ড পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সভাপতি মিকা নিকো পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির আইন ও বিচার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি রিয়াজ ফাতইয়ানার কাছে লেখা চিঠিতে এ নিন্দা জানান। জাফর ভাট্টি ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক। ২০১২ সাল থেকে ধর্ম অবমাননার দায়ে ব্লাসফেমি আইনের অধীনে জেলে রাখা হয় তাকে। ২০১৭ সালে তাকে মহানবী মুহাম্মদ (সা.)-কে কটাক্ষের দায়ে যাবজ্জীবন কারাদ- দেয় পাকিস্তানের একটি আদালত।

পরে ২০২১ সালের জুনে রাওয়াল পিন্ডির একটি আদালত তার যাবজ্জীবন কারাদে র রায় বহাল রাখে। কিন্তু ২০২২ সালে তাকে রাওয়াল পিন্ডির ওই আদালত মৃত্যুদ  দেয় বলে জানা যায়। এখন জানা যাচ্ছে, গত ৬ জানুয়ারি জাফর ভাট্টির মৃত্যুদ  কার্যকর করা হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ফিনল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন।

 

সর্বশেষ খবর