রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সু চির দলের দুই কর্মীর মৃত্যুদন্ড

মিয়ানমারের নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) দুই কর্মীকে মৃত্যুদন্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের একজন ফিও জেয়র থাও দেশটির সাবেক আইনপ্রণেতা। মিয়ানমারের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে সরকার। সূত্র : দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়, দেশজুড়ে মিয়ানমার সামরিক সরকারের যে দমন-পীড়ন চলছে, তার সর্বশেষ উদাহরণ এটি। ফিও জেয়র থাওয়ের আসল নাম মং খিউ। গত নভেম্বরে একটি বাণিজ্যিক ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। সামরিক জান্তার দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারের পর তার কাছ থেকে দুটি পিস্তল, গুলি এবং একটি এম-১৬ রাইফেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দেশের সন্ত্রাস দমন আইনে মামলা হয়। এ মামলার রায় হয় শুক্রবার।

সর্বশেষ খবর