শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

এয়ার ইন্ডিয়ার পুরো মালিকানা পেল টাটা

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ গতকাল থেকে আবার বেসরকারি সংস্থা হয়েছে। এর মালিকানা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে শিল্পগোষ্ঠী টাটার হাতে। এখন এয়ার ইন্ডিয়ার মালিক টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠান ‘টেলেস’ ১৯৩২ সালে টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার জে আরডি টাটা এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। ১৯৫৩ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু এই বিমান সংস্থা রাষ্ট্রায়ত্ত করেন। ৬৭ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সেই বিমান সংস্থা ফের টাটাদের হাতে তুলে দিলেন। ১৮ হাজার কোটি রুপিতে এয়ার ইন্ডিয়া বিক্রির জন্য গত বছর অক্টোবরে ভারত সরকার টাটার সঙ্গে চুক্তি করে। এর মধ্যে টাটা গতকাল ২৭০০ কোটি নগদ শোধ করেছে। অবশিষ্ট ১৫৩০০ কোটি রুপি সংস্থার ঋণ হিসেবে টাটাগোষ্ঠীর হাতেই থাকবে। লগ্নি ও সম্পত্তি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব তুহিন কান্তি পান্ডে সাংবাদিকদের বলেন, এয়ার ইন্ডিয়ার শতভাগ শেয়ার বৃহস্পতিবার টাটার হাতে তুলে দেওয়া হয়েছে। এখন থেকে টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠান ‘টেলেস’ এয়ার ইন্ডিয়ার নতুন মালিক। টেলেসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেন, সবার সহযোগিতা নিয়ে এয়ার ইন্ডিয়াকে বিশ্বমানের এয়ারলাইনস করা হবে।

বেসামরিক বিমান পরিবহন সচিব রাজীব বনশাল বলেন, এয়ার ইন্ডিয়ার ১২ হাজার কর্মী এবং পাইলটরা চুক্তি অনুসারে আগামী এক বছর পর্যন্ত চাকরিতে থাকবেন। বৃহস্পতিবার থেকেই নতুন ব্যবস্থাপনা নয়া বোর্ড দায়িত্বভার নিয়েছে।

 

সর্বশেষ খবর