বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

কে এই নূপুর, যার জন্য চাপে ভারত

কে এই নূপুর, যার জন্য চাপে ভারত

হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেত্রীর নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে উত্তাল কানপুর। ইতোমধ্যেই চাপের মুখে বিজেপি সরকার। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর স্থানীয় মানুষদের সঙ্গে স্থানীয় সংখ্যালঘু মুসলমানদের সংঘর্ষ শুরু হয়। আহত হয় একাধিক। ইতোমধ্যেই তাকে বরখাস্ত করেছে বিজেপি হাইকমান্ড। কিন্তু কে সেই নূপুর শর্মা? তিনি মূলত ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র। ছাত্র অবস্থায় রাজনীতিতে হাতেখড়ি নূপুরের। সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি-র নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী হন নূপুর। ২০০৮ সালের ৬ নভেম্বর একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন সংসদ সদস্য এসএআর গিলানি। সেখানে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে সভাস্থলে পৌঁছান নূপুর। শুরু হয় ভাঙচুর। নূপুরকে দেখা যায় বিভিন্নভাবে গিলানিকে অপদস্ত করতে। এর পরেই পদোন্নতি। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য হন নূপুর। পরে বিজেপির জাতীয় মুখপাত্র হন নূপুর। ২০১৫ সালে দিল্লি বিধানসভায় নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে আপ প্রধান অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে প্রার্থী হন নূপুর। যদিও হেরে যান। ২০১৭ সালে দিল্লি বিজেপির মুখপাত্র হন নূপুর শর্মা। তার বিরুদ্ধে নানা সময়ে মুসলমান সম্পর্কে কটূ মন্তব্য করতেও দেখা গেছে। তাকে গ্রেফতারের দাবি উঠেছে।

সর্বশেষ খবর