বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

নতুন তেল খনি পাওয়ার দাবি রাশিয়ার

আর্কটিক অঞ্চলের পেচোরা সাগরে বিশাল এক তেলের খনির সন্ধান পাওয়ার দাবি করছে রাশিয়া। দেশটির দাবি, এই খনিতে প্রায় সোয়া ৮ কোটি টন তেল মজুদ রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি রোজনেফত এক বিবৃতিতে জানিয়েছে, পেচোরা সাগরের মেদিনস্কো-ভারান্দেস্কি এলাকায় অনুসন্ধানকালে এই তেলের খনির সন্ধান পাওয়া গেছে। খনি পরীক্ষা করে দেখা গেছে, প্রতিদিন সেখান থেকে সর্বোচ্চ ২২০ ঘনমিটার প্রবাহ রয়েছে। রোজনেফত আরও বলছে, এই খনির তেলের মান খুবই উন্নত, এই তেল হালকা, সালফারের পরিমাণ খুবই কম। উল্লেখ্য তেল রপ্তানিতে রাশিয়ার অবস্থান তৃতীয়।

সর্বশেষ খবর