বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল টুইটার

ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল টুইটার

ধারণা করা হচ্ছে ওয়াল স্ট্রিটের ইতিহাসে এটি সবচেয়ে বড় আইনি প্রক্রিয়া হতে চলেছে। গত এপ্রিলের শেষদিকে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। তবে গত শুক্রবার নিজের সেই প্রস্তাবিত রেকর্ড ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার প্রস্তাব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মাস্ক। এরপরই মাস্কের বিরুদ্ধে মামলা করে প্রতিষ্ঠানটি।

ইলন মাস্কের আইনজীবী এর আগে জানিয়েছেন, টুইটারের কাছে একাধিকবার ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। এ তথ্য দিতে তারা ব্যর্থ হয়েছে। অথচ এ স্বচ্ছতাই একটি প্রতিষ্ঠানের ব্যবসার মূল দিক। গত এপ্রিলে টুইটার কেনার চুক্তি করেছিলেন ইলন মাস্ক। কিন্তু এখন তা বাতিল করায় ব্রেকআপ ফিসহ অন্যান্য ক্ষতিপূরণ বাবদ এক বিলিয়ন ডলার চেয়ে আদালতে যাবেন মাস্ক।

টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরও বলেছিলেন, ইলন মাস্কের চুক্তি কার্যকর করার জন্য টুইটারের বোর্ড আইনি পদক্ষেপ নেবে।

সর্বশেষ খবর