সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গুলি, নিহত ৩

ফিলিপাইনের রাজধানীতে একটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের অনুষ্ঠানে গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি শহরের সাবেক একজন মেয়র রয়েছেন। সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। স্থানীয় কুয়েজন সিটি পুলিশ প্রধান রেমুস মেডিনা বলেছেন, দক্ষিণাঞ্চলীয় লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফিউরিগায়কে হত্যার জন্য এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। সন্দেহভাজন হামলাকারী ক্যাম্পাসের নিরাপত্তা কর্মকর্তাদের গুলিতে আহত হয় এবং গাড়িতে তাড়া করার পর গ্রেফতার করা হয়েছে। সে এখন পুলিশের কাস্টডিতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেডিনা বলেন, সন্দেহভাজনকে একজন দৃঢ় প্রতিজ্ঞ আততায়ী মনে হয়েছে। তার সঙ্গে দুটি পিস্তল পাওয়া গেছে।

রাজধানী ম্যানিলা অঞ্চলের অংশ কুয়েজন। ১৬টি শহর নিয়ে অঞ্চলটির বাসিন্দার সংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি। পুলিশ জানায়, আটেনিও ডে ম্যানিলা ইউনিভার্সিটিতে মেয়ের সমাবর্তনে উপস্থিত হয়েছিলেন রোজ ফিউরিগায়। সন্দেহভাজন হামলাকারীর কোনো আত্মীয় সমাবর্তনে ছিলেন না। সেও লামিটান শহরের বাসিন্দা। বাসিলান অঞ্চলটিতে আইএসপন্থি আবু সায়াফ গোষ্ঠী সক্রিয় রয়েছে। নিহত অপর দুজনের একজন ক্যাম্পাসের নিরাপত্তা কর্মকর্তা ও অপরজন অজ্ঞাত পুরুষ। গুলির ঘটনার পর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছে।

সর্বশেষ খবর