রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

খরা-দাবানলে পুড়ছে ইউরোপের তিন দেশ

খরা-দাবানলে পুড়ছে ইউরোপের তিন দেশ

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে খরা, বন্যা ও দাবানল। এরই ধারাবাহিকতায় পশ্চিম ইউরোপজুড়ে একের পর এক দাবদাহে ইংল্যান্ডের কয়েকটি অংশে প্রচণ্ড খরা দেখা দিয়েছে এবং ফ্রান্স ও পর্তুগালে দাবানলের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। একটি বিশাল দাবানল থেকে ফ্রান্সকে উদ্ধারের জন্য শুক্রবার পুরো ইউরোপ থেকে দমকলকর্মীরা দেশটিতে হাজির হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কয়েক সপ্তাহ ধরে ইউরোপের অধিকাংশ অঞ্চলজুড়ে তীব্র দাবদাহ চলছে। এ পরিস্থিতিতে জার্মানির রাইন নদীর পানির স্তর হ্রাস পেয়েছে এবং ব্রিটেনের টেমস নদীর উৎস পূর্ববর্তী বছরের তুলনায় আরও নিচের দিকে শুকিয়ে যেতে দেখা গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিহঁন্দে কয়েক দিন ধরে চলা একটি দাবানলকে নিয়ন্ত্রণে আনার পরও উচ্চ তাপমাত্রা ও ক্রমবর্ধমান খরার কারণে নতুন দাবানল শুরু হওয়ায় উচ্চ ঝুঁকি বিরাজ করছে। দাবানলে এ এলাকার কয়েক হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে এবং ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া পর্তুগালের মধ্যাঞ্চলে সাত দিন ধরে বিশাল একটি দাবানলের বিস্তৃতি ঘটছে। এ দাবানল নিয়ন্ত্রণে আনতে ১৬০০ দমকলকর্মী কাজ করছে। এ দাবানলে পর্তুগালের সেহা দ্য ইস্ত্রেলা জাতীয় উদ্যানের প্রায় ১৫ শতাংশ পুড়ে ধ্বংস হয়ে গেছে। ব্রিটেনেও তীব্র দাবদাহ চলছে।

সর্বশেষ খবর