শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

তারপরও তাইওয়ান সফরে মার্কিন সিনেটর

তারপরও তাইওয়ান সফরে মার্কিন সিনেটর

চীনের হুমকি-ধমকিকে উপেক্ষা করে এবার তাইওয়ান সফরে গেলেন মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন। সেখানে পৌঁছে তিনি মন্তব্য করেছেন, চীন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে মোটেও ভয় পান না তিনি। এবং যেকোনো পরিস্থিতিতে তাইওয়ানের পাশে দাঁড়াবে আমেরিকা। গত জুলাই মাসে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকেই যথেষ্ট চটেছে চীন। তাইওয়ানকে ঘিরে ধরে সামরিক মহড়াও চালিয়েছে। শুধু তাই নয়, চাপ তৈরি করতে লাগাতার স্বশাসিত দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা বলয়ে অনুপ্রবেশ করছে চীনা যুদ্ধবিমান। এই    উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার তিনদিনের সফরে তাইওয়ান পৌঁছান টেনেসির রিপাবলিকান সেনেটর মার্শা ব্ল্যাকবার্ন। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ‘স্বাধীনতা ও গণতন্ত্রের অধিকার রক্ষায় আমি সবসময় তাইওয়ানের পাশে থাকব। জিনপিংকে ভয় পাই না আমি।’

উল্লেখ্য, চলতি মাসেই শি জিনপিং সরকার জানিয়ে দেয়, তারা হংকংয়ের মতোই তাইওয়ানেও যে ‘এক দেশ দুই ব্যবস্থা’ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা ফিরিয়ে নিচ্ছে। ঠিক কী ছিল সেই প্রতিশ্রুতি? ২০০০

সালে যে শ্বেতপত্র চীন প্রকাশ করেছিল, সেখানে জানানো হয়েছিল, যদি কখনো তারা দ্বীপরাষ্ট্রটি দখল করে তাহলে সেখানে সামরিক বাহিনী মোতায়েন করবে না। সেখানে থাকবে স্বশাসিত সরকার। কিন্তু এবার বেইজিং জানিয়ে দিল, এই প্রতিশ্রুতি তারা আর দিচ্ছে না।

 

 

সর্বশেষ খবর