রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহের বিষয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে রাশিয়া। শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বুধবার পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এবং তিন দিন তা অব্যাহত থাকবে। কিন্তু শুক্রবার গ্যাজপ্রম নতুন করে জানিয়েছে, পাইপলাইনে প্রযুক্তিগত সমস্যার কারণে গ্যাস সরবরাহ বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে কত দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং পাইপলাইনে কী ধরনের সমস্যা আছে তা বিস্তারিত কিছুই জানায়নি। এক বিবৃতিতে গ্যাজপ্রম বলেছে, পাইপলাইনে যুক্তিগত সমস্যার কারণে নর্ড স্ট্রিমের মাধ্যমে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করা হয়েছে এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পাইপলাইনের মেরামতের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ শুরু করা যাবে না। সিএনএন

সর্বশেষ খবর