রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে নদীতে ডুবে ৮ অভিবাসনেচ্ছুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তে বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা রিও গ্রান্ডি নদী পার হওয়ার চেষ্টাকালে আট অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যের ঈগল পাসের কাছে নদীটি থেকে ৩৭ অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার মার্কিন শুল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগের মুখপাত্র রিক পাউজা জানিয়েছেন, বৃহস্পতিবারের ঘটনার এক দিন পর সীমান্ত টহল এজেন্টরা স্থানীয় দমকল ও পুলিশকে সঙ্গে নিয়ে অতিরিক্ত আর কারও মৃত্যু হয়েছে কি না তা খুঁজে দেখছে। বৃহস্পতিবার মার্কিন সীমান্ত টহল এজেন্টরা মোট ৫৩ জন অভিবাসন প্রত্যাশীকে হেফাজতে নিয়ে যায়, এদের মধ্যে রিও গ্রান্ডি নদী থেকে উদ্ধার পাওয়া ৩৭ জনও আছেন বলে পাউজা জানিয়েছেন। সীমান্তের অপর পাশে মেক্সিকোর সরকারি কর্তৃপক্ষগুলো আরও ৩৯ জন অভিবাসন প্রত্যাশীকে গ্রেফতার করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি অস্বাভাবিক ভারী বৃষ্টিতে রিও গ্রান্ডি ফুলেফেঁপে ওঠে আর নদীটির তীরবর্তী মেক্সিকোর শহর পিয়েদরাস নিগ্রাসের রাস্তাগুলো ডুবে যায়।

সর্বশেষ খবর