রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাকিস্তানকে বড় ধরনের সাহায্যের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

৬৪ লাখের বেশি মানুষের জরুরি সহায়তা প্রয়োজন

স্মারণকালের ভয়াবহ বন্যায় চরম দুর্ভোগে বানভাসি

পাকিস্তানকে বড় ধরনের সাহায্যের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বন্যাদুর্গত পাকিস্তান সফরে গিয়ে দেশটিকে ‘ব্যাপক’ আন্তর্জাতিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসলামাবাদ তাদের বন্যাজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ হাজার কোটি ডলার উল্লেখ করার পর তিনি এ আহ্বান জানান, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নজিরবিহীন রেকর্ড বৃষ্টি আর উত্তরের পর্বতের হিমবাহ গলনের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা দেশটির অসংখ্য বাড়িঘর, সড়ক, রেলপথ, সেতু, গবাদিপশু ও ফসল ভাসিয়ে নিয়েছে, প্রাণ কেড়ে নিয়েছে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের। দেশটির বিশাল অংশ এখনো পানির নিচে, বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে লাখো মানুষ। পাকিস্তানের সরকার বলছে, এবারের বন্যায় দেশের সোয়া ৩ কোটি মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন। গুতেরেস ও দেশটির সরকার উভয়েই বন্যার জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে। ‘ক্ষতির পরিমাণ ৩ হাজার কোটি ডলার, এই প্রাথমিক অনুমানের ভিত্তিতে পাকিস্তানের ব্যাপক আর্থিক সহায়তা দরকার, এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি (তাদেরকে সহায়তা দেওয়ার) আহ্বান জানাচ্ছি আমি,’ দুই দিনের সফরে পাকিস্তান গিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর রাজধানী ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন গুতেরেস।

সর্বশেষ খবর