বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এবার ইমরান খানের অডিও ফাঁস

এবার ইমরান খানের অডিও ফাঁস

এবার ফাঁস হলো ইমরান খানের একটি অডিও টেপ। যেখানে সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রীর গলায় সম্পূর্ণ অন্য কথা বলতে শোনা গেছে। ইমরানবিরোধীদের দাবি, তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি আজম খানের সঙ্গে ইমরানের ফোনে কথোপকথনের অডিও টেপ ফাঁস হয়েছে। ওই টেপে ইমরানের কণ্ঠে বলতে শোনা গেছে, “আমেরিকা সরকার ফেলে দিতে চাইছে, এই খবরটা বাজারে রটিয়ে দাও।” তবে সরাসরি আমেরিকার কথা বলতে না করেছিলেন ওই ব্যক্তি। ইমরানের এই অডিও টেপ ফাঁস হতেই গোটা পাকিস্তান জুড়ে শুরু হয়েছে তোলপাড়। তবে অডিও টেপের সত্যতা যাচাই করা হয়নি। ইমরান খানের গলায় ওই ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘সরকারের ওপর যে একটা চাপ তৈরি হয়েছে, সেটা জনগণকে জানাতে হবে। সরকার ফেলার চেষ্টা হচ্ছে বলে বাজারে রটিয়ে দাও। এই বিষয়টি নিয়ে খেলতে হবে,’ বলেছেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, এই কাজের জন্য তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সোহেল মাহমুদেরও সাহায্য নিতেও বলেছেন ইমরানে কণ্ঠধারী ওই ব্যক্তি। এর জন্য প্রশাসনকে কাজে লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি অডিও ফাঁস হয়েছে কিছুদিন আগে। তবে ওই অডিওতে কী আছে তা জানা যায়নি। এর মধ্যে ওই ক্লিপ নিলামে উঠেছে ইন্টারনেটের ডার্ক ওয়েবে। পাকিস্তানেরই প্রধান বিরোধী দল পাক তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতা তথ্যটি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বাড়িতে প্রায় ১১৫ ঘণ্টা ধরে রেকর্ড করা ওই অডিও ক্লিপ নিয়ে ইতোমধ্যেই পাক রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক।

সর্বশেষ খবর