শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

উইঘুর নির্যাতন প্রস্তাবের বিরুদ্ধেই ভোট দিল একাধিক মুসলিম দেশ

জাতিসংঘের মানবাধিকার পরিষদে চীনের বিরুদ্ধে প্রস্তাবে ভোটদানে বিরত থাকল দেশটির চির শত্রু হিসেবে পরিচিত ভারত আর এই প্রস্তাবে বিরুদ্ধে ভোট দিল অনেক মুসলিম দেশ। উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে বিতর্ক এবং ভোটাভুটির আয়োজন করে জাতিসংঘ। চীনের বিরুদ্ধে খসড়া প্রস্তাব তৈরি করেছিল পরিষদের কোর সদস্য কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ব্রিটেন এবং আমেরিকা। সঙ্গে ছিল তুরস্কও। কিন্তু চীনের পক্ষেই এতে ভোট দিয়েছে ১৯টি দেশ। এর মধ্যে বেশির ভাগই মুসলিমপ্রধান দেশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মৌরিতানিয়া, পাকিস্তান, কাতার, সেনেগাল, সুদান, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান। আর ভোটদানে বিরত ছিল আরেক মুসলিম দেশ মালয়েশিয়া। জাতিসংঘের অধিকার বিষয়ক সাবেক প্রধান মিশেল ব্যাচেলে সিনজিয়াং পরিস্থিতি নিয়ে তার বিলম্বিত রিপোর্ট প্রকাশের পর তা আলোচনার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র ও মিত্ররা। কিন্তু ৪৭ সদস্যের জাতিসংঘ মানবাধিকার পরিষদে এ প্রস্তাব নিয়ে এক নাটকীয়তা জমে ওঠে। সিনজিয়াং ইস্যুতে বিতর্ক আটকে দেওয়ার জন্য প্রস্তাবের বিরুদ্ধে ১৯-১৭ ভোট পড়ে। এতে ভোটদানে বিরত ছিল ১১টি দেশ। এরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং টুইটে বলেছেন, এই বিজয় উন্নয়নশীল দেশগুলোর। এই বিজয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

সর্বশেষ খবর