শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রথমবার ধর্মঘটে যাচ্ছেন ব্রিটিশ নার্সরা

যুক্তরাজ্যের ইতিহাসে নার্সরা কখনো ধর্মঘটে যাননি। এবার সেই ঘটনা ঘটতে চলছে। হাজারো ব্রিটিশ নার্স প্রথমবারের মতো মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করবেন। গতকাল নার্সদের ইউনিয়ন জানিয়েছে, আগামী ১৫ ও ২০ ডিসেম্বর এই ধর্মঘট পালন করা হবে। ধারণা করা হচ্ছে, এতে রাষ্ট্রীয় পরিচালিত স্বাস্থ্য ব্যবস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর ওপর চাপ বাড়বে। মূল্যস্ফীতির চেয়ে মজুরি ৫ শতাংশ বৃদ্ধি দাবি সরকার না মানায় এই ধর্মঘটে যাচ্ছেন নার্সরা। রয়্যাল কলেজ অব নার্সিং (আরসিএন)-এর মহাসচিব প্যাট কালেন বলেন, নার্সরা এত দিন অনেক কিছুই সহ্য করে আসছিলেন, যথেষ্ট কম মজুরি, অনিরাপদ পরিবেশ, রোগীদের জন্য পর্যাপ্ত নার্সের সংখ্যা কম রয়েছে।

 গত দুই সপ্তাহে সরকার নার্সদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। ইউনিয়নের ১০৬ বছরের ইতিহাসে এই প্রথমবার ধর্মঘট পালন করবেন তারা।

সর্বশেষ খবর