মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রানিকে লেখা বই ঘিরে বিতর্ক ব্রিটেনে

রানিকে লেখা বই ঘিরে বিতর্ক ব্রিটেনে

চলতি বছরের ৮ সেপ্টেম্বর মৃত্যু হয় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। তাঁর মৃত্যুর পর রানি সম্পর্কিত একটি বইকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে ব্রিটেনজুড়ে। ‘এলিজাবেথ : অ্যান ইনটাইমেট পোট্রেট’ নামের একটি বই লিখেছেন গাইলস ব্র্যান্ডরেথ। তিনি পেশায় লেখক, টিভি ব্যক্তিত্ব এবং একসময় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। ২০ বছর বয়সে ১৯৬৮ সালে রানির সঙ্গে প্রথম দেখা হয়েছিল তাঁর। রাজপরিবারের সঙ্গে দেখা হওয়ার পর সেই গল্প এবং নানা তথ্যের ভিত্তিতে বইটি লিখেছেন তিনি। তাঁর লেখা বইতে বলা হয়েছে, দাম্পত্য জীবনের শেষ দিকে দূরত্ব ছিল রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের মধ্যে। সপ্তাহের পর সপ্তাহ কেটে যেত কিন্তু তাদের দেখা হতো না। ফিলিপ নিজের মতো করে সময় কাটাতে চেয়েছিলেন। তবে ফোনে স্বামী-স্ত্রীর কথা হতো। জানা গেছে, ১০০ বছর পূর্ণ হওয়ার দুই মাস আগে ২০২১ সালে ফিলিপের মৃত্যু হয়। ২০১৭ সালে রাজকার্য থেকে অবসর নিয়েছিলেন তিনি। তারপর থেকেই দূরত্ব বাড়তে থাকে দুজনের মধ্যে।

সর্বশেষ খবর