রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতী করোনাভাইরাসকে মানুষ যেন ভুলেই গেছে! এ ধরনের উদাসীনতা ও অসচেতনতা করোনার আরও ভয়াবহ ভ্যারিয়েন্ট সৃষ্টির সুযোগ করে দিতে পারে। স্থানীয় সময় শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস তার উদ্বেগের কথা জানান।

 ‘যদি নতুন কোনো ভ্যারিয়েন্টের আগমন ঘটে, তাহলে সেটি আরও ভয়াবহ ও প্রাণঘাতী হওয়ার সব আশঙ্কা রয়েছে।’

সর্বশেষ খবর