রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সম্পর্ক জোরদারে তুরস্কের সঙ্গে আলোচনা যুক্তরাজ্যের

সম্পর্ক জোরদারে তুরস্কের সঙ্গে আলোচনা যুক্তরাজ্যের

যুক্তরাজ্যের নতুন সরকার দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নসহ নানা বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে। শুক্রবার ফোনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ সময় বিশেষ করে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তুরস্কের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, ফোনালাপে দুই ন্যাটো মিত্রের মধ্যে একটি কৌশলগত দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন এরদোগান। ইউক্রেন ইস্যুতেও কথা হয় দুই নেতার।

সর্বশেষ খবর