রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মিয়ানমারে সাত কলেজ শিক্ষার্থীর মৃত্যুদন্ড

মিয়ানমারে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। জান্তা সরকার দেশটিতে আরও অন্তত সাতজনকে মৃত্যুদন্ড দিয়েছে। চলতি সপ্তাহে মৃত্যুদন্ডপ্রাপ্ত ওই সাত জন কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুদন্ডপ্রাপ্তদের সংখ্যা ১৩৯ জনে পৌঁছেছে বলে গতকাল জানিয়েছে জাতিসংঘ।

তবে সর্বশেষ এই মৃত্যুদন্ডের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য দেশটির জান্তা সরকারের একজন মুখপাত্রকে টেলিফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। জাতিসংঘ মিয়ানমারের জান্তার বিরুদ্ধে ‘বিরোধীদের দমনের হাতিয়ার’ হিসেবে মৃত্যুদন্ডকে ব্যবহারের অভিযোগ করেছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির বেসামরিক সরকার পতনের পর থেকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে মিয়ানমার।

সর্বশেষ খবর