বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সাংবাদিক গ্রেফতারের ঘটনা বাড়ছে

সাংবাদিক গ্রেফতারের ঘটনা বাড়ছে

বিশ্বে ক্রমশ বাড়ছে সাংবাদিক গ্রেফতারের ঘটনা। সম্প্রতি ‘রিপোর্টার্স উইথআউট বর্ডারস’ (আরএসএফ)-এর একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। ওই রিপোর্টে পরিসংখ্যান তুলে ধরে দেখানো হয়েছে, গত বছর অর্থাৎ ২০২১ সালে যেখানে কারাবন্দি সাংবাদিকের সংখ্যা ছিল ৪৮৮ জন। সেখানে চলতি বছরের ১১ মাসে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৫৩৩-এ। সংস্থাটি বলছে, সাংবাদিকদের গ্রেফতারিতে এগিয়ে রয়েছে পাঁচটি দেশ। কয়েক বছরের মতো এবারেও শীর্ষে রয়েছে চীন। তারপর যথাক্রমে রয়েছে মিয়ানমার, ইরান, ভিয়েতনাম এবং বেলারুশ। এ প্রসঙ্গে আরএসএফের প্রধান ক্রিস্টোফার ডেলোয়ার বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে কর্তৃত্ববাদী শাসন যেভাবে দ্রুততার সঙ্গে সাংবাদিকদের গ্রেফতার করছে, তা অতীতে দেখা যায়নি।’ তার মন্তব্য, বিশ্বে বিভিন্ন দেশে সরকারের বিরুদ্ধে সত্যিটা তুলে ধরার জন্য যে সাংবাদিকরা গ্রেফতার হচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে সংস্থা।

সর্বশেষ খবর