বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আরব বসন্তের সূতিকাগার সেই তিউনিসিয়া ফের অশান্ত

‘আরব বসন্ত’। যে কারণে এক দশক আগে প্রায় গোটা আরব দুনিয়ায় একনায়ক সরকারদের পতনে সমন্বিত আন্দোলন শুরু হয়। একে একে ক্ষমতা হারান লিবিয়া, মিসরের নেতারা। আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে আলজেরিয়া, বাহরাইন, জিবুতি, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, মৌরিতানিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান, তিউনিসিয়া, ইয়েমেন, মরক্কো, পশ্চিম সাহারা, ওমান, সৌদি আরব। আর এই আরব বসন্তের সূতিকাগার বলা হয় তিউনিসিয়াকে। সেই দেশটি ফের অশান্ত হয়ে উঠছে। দেশটি কয়েক দিন ধরে ফের বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছে। প্রথমটি ফুটবল বিশ্বকাপে তার পারফরম্যান্সের কারণে। কাতার বিশ্বকাপের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে তারা। এর পাশাপাশি এই দেশ আজকাল যে কারণে আলোচনায় রয়েছে তা হলো এখানকার রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি। সপ্তাহখানেকের মধ্যে তিউনিসিয়ায় নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের মূলে রয়েছে দেশের প্রেসিডেন্টের করা সাংবিধানিক পরিবর্তন। কিন্তু দেশটির বেশির ভাগ মানুষ এ নির্বাচন চায় না। তাদের মত, প্রেসিডেন্ট নিজের ক্ষমতা পোক্ত করতে এসবের আয়োজন করছে। তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদ পার্লামেন্ট ভেঙে দিয়ে ২০২১ সালে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছিলেন। এরপর থেকে তিনি নিজেই ক্ষমতার কেন্দ্রে ছিলেন।

এখন এই ক্ষমতাকে আরও পোক্ত করতে চাচ্ছেন। কয়েক বছরের আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক বেন আলীকে ক্ষমতা থেকে অপসারণের পর ২০১৯ সালে এই পদে বসেন সাঈদ।

সর্বশেষ খবর